ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের খেলায় তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ফিফটিতে জিতেছে
লিজেন্ডস অফ রূপগঞ্জ। বুধবার বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারায় লিজেন্ডস অফ রূপগঞ্জ।
এ দিন প্রথমে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বড় স্কোর গড়তে পারেনি প্রাইম ব্যাংক। নাঈম একাই সর্বোচ্চ ৮১ রান করেন। তার পরও ২৯.৫ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় তারা। নাঈম ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৮৩ বলে চার বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৮১ রান করে তানজিত হাসান সাকিবের বলে ব্যাক দেন।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে শাহাদাত দিপুর ব্যাট থেকে। এছাড়া আর কোন ব্যাটার লিজেন্ডস অফ রূপগঞ্জর বিপক্ষে দাঁড়াতেই পারেনি। বল জাতে রূপগঞ্জর পক্ষে শরিফ হাসান ১০ ওভারে ৩৭ রানে নেন ৪ উইকেট। এছাড়া তানজিদ সাকিব ৫.৫ ওভারে ৩০ রানে ৩ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ২৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে জয় নিশ্চিত করে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলের পক্ষে ফিফটি পূর্ণ করে ওপেনার তানজিদ হাসান তামিম ৬৮ রান করেন ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায়। আর এক ওপেনার সাইফ হাসান ১৬ রান করে নাহিদুল ইসলামের বলে ক্যাচ দেন। তবে সৌম্য সরকার ৪০ বলে অপরাজিত ৫০ ও মাহমুদুল হাসান জয় ১৮ বলে অপরাজিত ১৪ রান করেন।