গত ম্যাচের মতো আজকেও ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলো বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যদিও সেই গতি ধরে রাখতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ভালো ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের হিসাবে খুব একটা বড় সংগ্রহ পায়নি তাঁরা। তবে প্রতিপক্ষ বিবেচনায় এটি বাংলাদেশ এইচপি দলের জন্য চ্যালেঞ্জিং পুঁজিই বটে।
আজ ডারউইনে তাসমানিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এদিন দলের হয়ে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন ওয়ানডাউনে নামা পারভেজ হোসেন ইমন। অপরাজিত ৩৯ রান করেছেন তিনি।
শুরুটা ভালোই করেছিলেন এইচপি দলের দুই ওপেনার। জিশানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৮ রান। আরেক ওপেনার তামিম করেছেন ২৯ বলে ২৮ রান।
টপ অর্ডার দারুণ ব্যাটিং করলেও টিকতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। যাতে করে এইচপি ইউনিটের ইনিংস থামে ১৬৬ রানেই।