অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে খেলার বাইরে নেই এক মুহূর্তও। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়ে ব্যাটে-বলে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার। সদ্য শেষ করা কানাডার সুপার সিক্সটি লিগের পর এবার একসঙ্গে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ১০ ওভারের টুর্নামেন্ট আবুধাবি টি–১০ লিগে ‘রয়্যাল চ্যাম্পস’-এর হয়ে মাঠে নামবেন সাকিব। দলে তার সতীর্থ হিসেবে থাকছেন জেসন রয় ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো আন্তর্জাতিক তারকারা। দলটির কোচের দায়িত্বে আছেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ নভেম্বর।
একই দিনে যুক্তরাষ্ট্রে শুরু হবে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ, যেখানে ‘হিউস্টন রাইডার্স’-এর জার্সিতে দেখা যাবে সাকিবকে। ছয় দলের এই টুর্নামেন্টে আরও খেলবেন মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল ও ইমরান তাহিরের মতো তারকারা। ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হিউস্টনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
এছাড়া ভারতের শ্রীনগরে আয়োজিত ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগেও খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় তিনি নিজেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে চলবে এই লিগ, যেখানে অংশ নিচ্ছেন শন মার্শ ও ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের মতো নামকরা ক্রিকেটাররা।
এর আগে সাকিব খেলেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল), গ্লোবাল সুপার লিগ (জিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। মাইনর লিগে আটলান্টা ফায়ার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপাও জিতেছেন এই অলরাউন্ডার। সর্বশেষ কানাডায় সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সকে ফাইনালে তুললেও, শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











