নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল কোচ গ্যারি স্টিড এবার বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক কোচিং থেকে। চলতি মাসের শেষেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবং সেই সঙ্গেই ইতি ঘটবে তাঁর সাত বছরের কোচিং অধ্যায়ের। স্টিডের বিদায়ে নিউজিল্যান্ড ক্রিকেটের একটি গৌরবময় যুগের অবসান ঘটতে যাচ্ছে।
২০১৮ সালে মাইক হেসনের পর কোচ হিসেবে দায়িত্ব নেন স্টিড। তাঁর অধীন নিউজিল্যান্ড দল অর্জন করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা (২০২১), খেলেছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, এবং সর্বশেষ ২০২3 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও। তাঁর কোচিংয়ে কিউইরা একাধিক বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে প্রমাণ করেছে।
বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ৩-০ টেস্ট সিরিজ জয়—যা স্টিডের অধীনে একটি ঐতিহাসিক কীর্তি। কোচ হিসেবে তিনি কেবল সাফল্যই এনে দেননি, বরং তৈরি করেছেন একটি লড়াকু, আত্মবিশ্বাসী ও পেশাদার দল, যাদের পরিচয় হয়েছে ‘সহজে হার না মানা’ দল হিসেবে।
স্টিড মূলত সাদা বলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও টেস্ট কোচ হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তিন সংস্করণের জন্য একক কোচ চাওয়ায় তিনিও সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিদায় ঘোষণায় স্টিড বলেন, “এটা ছিল অসাধারণ এক যাত্রা। খেলোয়াড়দের মধ্যে যে নিষ্ঠা ও একাগ্রতা দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে। এই স্মৃতিগুলো আজীবন রয়ে যাবে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















