ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে বাংলাদেশের নারীরা। তিন ম্যাচের সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১০৪ রান করেছিল। জবাবে ৯ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয়।
ব্যাট হাতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে সতীর্থদের কাছ তেমন কোনো সহযোগিতা পাননি। ফলে তার ৩৩ রান সত্ত্বেও বাংলাদেশের সংগ্রহটা কোনোমতে তিন অঙ্কের রানের ছোঁয়া পায়। ওপেনিংয়ে নামা দিলারা আকতার দোলা অবশ্য দারুণ করেছেন। উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দলকে। ১৬ বলে ২১ রান করেছিলেন তিন বাউন্ডারির সহযোগিতায়।
ওয়েস্ট ইন্ডিজের জানিলিয়া গ্লাসগো ছিলেন সফল বোলার। ১৫ রানে ৩ উইকেট শিকার তার।
ম্যাচে ব্যক্তিগত রানের দৌড়ে নিগার সুলতানাকে কেউ টপকাতে পারেননি। তবে ওয়েস্ট ইন্ডিজের দুই মিডল অর্ডার ব্যাটার জানিলিয়া গ্লাসগো ও সাবিকা গজনবী দারুণ সাফল্য এনে দেন। ফলে শুরুতে ২৬ রানে দুই উইকেট হারালেও তাদের জন্য নিয়ে দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। গ্লাসগো ২৫ রান করেন। আর গজনবী ২৭ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট পান। তবে সুলতানাকে ৪ ওভারে ৩০ রান খরচ করতে হয়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১০৪/৮ (২০ ওভার)। (নিগার সুলতানা ৩৩, দিলারা আকতার দৌলা ২১, মুরশিদা খাতুন ১৩ ও তাজ নেহার ১০; জানিলিয়া গ্লাসগো ৩/১৫)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০৫/৫ (১৮.৩ ওভার)। (জানিলিয়া গ্লাসগো ২৫, সাবিকা ২৭, জাইদা জেমস ১৪; সুলতানা খাতুন ২/৩০, ফাহিমা খাতুন ২/১৪)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইেকেটে জয়ী।