আগের দিন উইকেট না হারানোর স্বস্তি নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। শুক্রবার টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বিদায় নিয়েছে জাকির হাসান। আগের দিন শেসে ১১ রান নিয়ে অপরাজিত থাকা জাকের এ দিন শুরুতেই ব্যাক্তিগত ১ রান তুলে নাসিমের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান। সাদমান ইসলাম ১৬ ও নাজমুল হোসেন শান্ত ২ রান নিয়ে ক্রিজে আছেন।
এর আগে রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। জবাবে শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান করে বাংলাদেশ। ৩০ বলে ১২ রান করে সাদমান ইসলাম ও ৪২ বলে ১১ রানে অপরাজিত আছেন জাকির হাসান। বাংলাদেশ পিছিয়ে আছে ৪২১ রানে।