অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ক্লার্ক জানিয়েছেন তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিশ্বকাপজয়ী এই তারকা নিজের অসুস্থতার খবর জানিয়ে সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের ক্যান্সার এখন এক বাস্তবতা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবারও নাক থেকে একটি অংশ অপসারণ করা হলো। আমার অনুরোধ, সবাই নিয়মিত ত্বক পরীক্ষা করুন। চিকিৎসার চেয়ে প্রতিরোধ অনেক গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা ও দ্রুত শনাক্ত হওয়াটাই মূল বিষয় ছিল। এজন্য কৃতজ্ঞ যে ডাক্তার খুব আগেভাগেই এটি ধরতে পেরেছেন।’
এটি তার প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও ২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ ধরা পড়েছিল তার। এরপর একাধিকবার চিকিৎসা নিতে হয়েছে তাকে।
অস্ট্রেলিয়ার হয়ে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্লার্ক খেলেছেন ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ১৭ হাজারের বেশি। নেতৃত্বে থেকেও রেখেছেন অমর স্মৃতি—৪৭ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে ২০১৩-১৪ অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করিয়েছিলেন তিনি। ব্যাট হাতে করেছেন ২৮টি টেস্ট সেঞ্চুরি, যা এখনো তাকে অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় সেঞ্চুরিয়ানের কাতারে রেখেছে।
ক্যান্সারের বিরুদ্ধে ব্যক্তিগত লড়াইয়ের মাঝেও ক্লার্কের বার্তা স্পষ্ট—শরীরের যত্ন নিন, নিয়মিত পরীক্ষা করুন, তবেই বড় বিপদ এড়ানো সম্ভব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















