ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিলেও দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি ছিল বাঁচা মরার লড়াই। সঙ্গে ছিল আফগানিস্তানেরও। কারণ সেমিতে উঠতে দুদলের সেমির ভাগ্য ঝুলে ছিল। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করায় সেমির দৌড়ে প্রোটিয়াদের বাদ করে আফগানদের উঠার ক্ষেত্রে ইংল্যান্ডের ২০৭ রানের বড় জয় লাগত।
আর সেটা আর হবে কীভাবে, ইংলিশদের স্কোরই যে দুশো ছুঁতে পারল না। শনিবার করাচি জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে সব কটি উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে ইংলিশরা। এ ম্যাচে টস করতে নামার আগেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বাটলার।
ফলে আগে ব্যাট করতে নেমেই প্রোটিয়াদের পেস তোপে পড়ে ইংল্যান্ড। ৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে ফিল সল্ট ৮ ও জেমি স্মিথ ০ রানে আউট হন। টুর্নামেন্টে তাদের সম্মিলিত রান ৫৪। সপাটে খেলতে থাকা বেন ডাকেট ২৪ রানে সাজঘরে ফেরেন। তিনজনের উইকেটই নেন মার্কো ইয়ানসেন।
এরপর জো রুট ও হ্যারি ব্রুক গড়েন ৬২ রানের জুটি। কেশভ মহারাজ ব্রুককে ১৯ রানে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন। একটু পর জো রুটও ৩৭ রানে বিদায় নেন। লিয়াম লিভিংস্টোন ৯, জেমি ওভারটন ১১ ও জফরা আর্চার ২৫ রান করেন। আগের দুই ম্যাচের মতো জন বাটলারও বড় রান করতে পারেননি। ৪৩ বলে ২১ রান করে লুঙ্গি এনগিদির শিকার হন তিনি। ১৭৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ৩টি করে উইকেট নেন ইয়ানসেন ও উইয়ান মুল্ডার, কেশভ মহারাজের দখলে ২।