আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি-গ্রুপের’ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতে উড়ে গেলো আফগানিস্তান। করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রোটিয়ারা জয় পেয়েছে ১০৭ রানের বড় ব্যবধানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১৫ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৩ দশমিক তিন ওভারে ২০৮ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।