টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি তাদের নিয়মরক্ষার লড়াই। তবে সেমিফাইনালে উঠতে দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপুর্ণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড।
পাকিস্তানের করাচিতে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়। ফলে ৩ পয়েন্ট নিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়। ফলে ৩ পয়েন্ট নিয়ে সেমির আশা বাঁচিয়ে রেখেছে আফগানরা।
তাই এ ম্যাচে দক্ষিন আফ্রিকা হারলে সেমিতে উঠে যাবে আফগানিস্তান। আর দক্ষিণ আফ্রিকা জিতলে বিদায় নেবে আফগানরা।