দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার সত্ত্বেও ইতিবাচক শান মাসুদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে শন মাসুদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর হারা পাকিস্তান দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে। প্রথম ইনিংসে রান পাহাড়ে চাপা পড়া দলটি ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। দুই ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে শান মাসুদের দল। তা সত্ত্বেও এই সিরিজ থেকে ইতিবাচক কিছ পাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

প্রিটোরিয়ায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয় পেয়েছিল। দুই ম্যাচে হার সত্ত্বেও মাসুদ এই সিরিজ থেকে ভালো কিছু খুঁজে পেয়েছেন। তিনি বলেন, সিরিজে অনেক ভালো কিছু পেয়েছি। আমরা প্রথম ম্যাচে ভালো করেছিলাম। কিন্তু এ ম্যাচে আমরা ভালো করতে পারিনি। এমনকি ব্যাটিং ও বোলিং কোনো বিভাগে আমাদের শুরুটা ভালো ছিল না। আমরা প্রথম ইনিংসে অনেক বেশি রান দিয়েছি। তারপর ব্যাট হাতেও ব্যর্থ হয়েছি। তবে দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম।’

মাসুদ আরও বলেন, গুরুত্বপূর্ণ মুহুর্তে কিভাবে জয় বের করে নিতে হয় তা আমাদের শিখতে হবে। গত বছর আমরা ইংল্যান্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আমরা ঘুরে দাঁড়াই। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। তাদেরকে অনেক কিছু শিখতে হবে। যাহোক আমাদের এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে। সেখানে ভালো করতে হবে।’

Exit mobile version