দক্ষিণ আফ্রিকায় আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের লম্বা সফর। আজ মাঠে গড়াচ্ছে প্রথম টি-২০ ম্যাচ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ হবে টেস্ট সিরিজে। দুই ম্যাচের টেস্ট সিরিজ। মাঝে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।রাত দশটায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকার জন্য এটা ব্যস্ত এক সময়। একদল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মাঠে, অন্য দল পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের মাঠে প্রস্তুতিতে ব্যস্ত। সব মিলিয়ে বিরতিহীন ক্রিকেট।
দুই দলই ব্যস্ত সময় পার করে আজ প্রথম টি-২০তে মুখোমুখি হচ্ছে। পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকায় উড়ে এসেছে। সেখানে তারা টি-২০ ও ওয়ানডে সিরিজ জয় করেছে। তবে এর আগে অস্ট্রেলিয়ার সফরটা তাদের জন্য মোটেও স্বস্তির ছিল না। তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। সাফল্য পেয়েছিল ওয়ানডে সিরিজ, ২-১ ব্যবধানে জয়। এদিকে দক্ষিণ আফ্রিকা নিজ দেশে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে। দুই ম্যাচের সিরিজে তারা হোয়াইট ওয়াশ করেছে শ্রীলঙ্কাকে।
পাকিস্তান এ সিরিজের জন্য দক্ষিণ শক্তিশালী বোলিং লাইন আপ সাজিয়েছে। শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ রয়েছে স্কোয়াডে। তবে তাদেরকে জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে।