বাংলাদেশের বিপক্ষে ফিরে পেয়েছিলেন জাতীয় দলে নিজের জায়গা। ইনজুরি কাটিয়ে ফিরেই বোলিংয়ে ঝলক দেখালেন পাকিস্তানি পেসার হাসান আলি। লাহোরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে দলকে ৩৭ রানের জয় এনে দেন তিনি। কিন্তু এই দারুণ পারফরম্যান্সের আনন্দ বেশিক্ষণ টেকেনি। ম্যাচ শেষে জানতে পারেন, ছিনতাইয়ের শিকার হয়েছেন তার মা।
ঘটনাটি ঘটেছে গুজরানওয়ালা শহরে। হাসান আলির ভাই খুররম গণমাধ্যমে নিশ্চিত করেছেন, বাজারে যাওয়ার পথে হাসানের মায়ের কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার রুপি ও গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী ছিনিয়ে নেয় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতকারী।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। গুজরানওয়ালা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এ ঘটনাটি প্রমাণ করে, শহরে অপরাধ দমনের প্রচেষ্টা এখনও পুরোপুরি সফল নয়।
পাঞ্জাব সেফ সিটিজ অথরিটির দেওয়া পরিসংখ্যান বলছে, এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শহরে ডাকাতি ও চুরি কমলেও এই ছিনতাইয়ের ঘটনা প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।
অন্যদিকে, মাঠে হাসান আলির নায়কোচিত প্রত্যাবর্তন ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ ওপেনারদের দ্রুত ফেরানোর পর জাকের আলী, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণ প্রভাব রাখেন তিনি। তবে পারিবারিক এই দুঃসংবাদ হয়তো তার সেই সাফল্যের স্বাদ কিছুটা হলেও তেতো করে দিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















