হারারে স্পোর্টিং ক্লাবে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। হার দিয়ে সিরিজ শুরু করা ভারত এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো।
২৮ বল হাতে রেখেই জিম্বাবুয়ের তোলা ১৫৩ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। ওপেনার যশস্বী জয়সোয়াল ৫৩ বলে অপরাজিত ৯৩* রানের ইনিংস খেলেছেন। সাথে ৫৮* রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার ও ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫২/৭( রাজা ৪৬, মারুমানি ৩২; খলিল ২/৩২, সুন্দর ১/৩২)
ভারত: ১৫.২ ওভারে ১৫৬/০( জয়সোয়াল ৯৩*, গিল ৫৮*; এনগারাবা ০/২৭)
ফল: ভারত ১০ উইকেটে জয়ী।