অবশেষে গ্লোবাল সুপার টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের দেখা পেল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। আগের দুই ম্যাচে সৌম্যর দুর্দান্ত ব্যাটিংয়ের পরও টানা হার। অবশেষে বাঁচা মরার লড়াইয়ে জিতে টুর্নামেন্টে টিকে থাকল বিপিএলের অন্যতম সেরা সফলতম ক্লাবটি।
নিজেদের প্রথম দুই ম্যাচেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স। অধরা সেই জয়ের এবার দেখা পেল বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশের তরুণ পেসার সাকিবের গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে হারিয়ে আসরে প্রথমবার জয়ের স্বাদ পেলো নুরুল হাসান সোহানের দল।
এদিন বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্সে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নয় রংপুর। তবে ওপেনিংয়ে সুবিধা করতে পারেনি জাতীয় দলের এই ব্যাটার। ওপেনার স্টিভেন টেলর শুরুতেই শুন্য রানে বিদায় নেন।
আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলা সৌম্য বিদায় নেন ব্যক্তিগত ২ রানে। এক পর্যায় ৬.৪ ওভারে দলীয় ২৭ রানে ৫ উইকেট হারায় তারা। টপ অর্ডার ব্যর্থতার দিনে দলের হাল ধরেন খুশদিল শাহ।
বলতে গেলে এই পাকিস্তানি ব্যাটার একাই দলকে এগিয়ে নেন। দলের বিপদে তিনি ১২৩ স্ট্রাইক রেটে ৪৭ বলে করেছেন ৫৮ রান। ৪৭ বলের ইনিংসে দুটি বাউন্ডারি ও চারটি বিশাল ছক্কা রয়েছে। তার ফিফটিতে ভর করেই লড়াই করার মতো ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
অবশ্য এছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহান ২৬ বলে ১৫, রিশাদ হোসেন ৮ বলে ১০ ও হারমিত সিং ৬ বলে ১১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। বল হাতে গায়নার হয়ে ১৫ রানে ৩ উইকেট পেয়েছেন প্রিটোরিয়াস। আর বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২১ রানে ২ উইকেট শিকার করেন।
জবাবে ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পেসার কামরুল ইসলাম রাব্বির দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই বেশ ভুগেছে গায়ানা। স্লো উইকেটে রান করতে দুই দলের ব্যাটারদেরই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি।
ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলি ও শিমরন হেটমায়ার দ্রুত ফিরলে পথ হারায় গায়ানা।এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
ব্যাটারদের আস-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছনে শাই হোপ। তবে ৪৪ বলে ৩৫ রানের ইনিংস দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলটি।
বল হাতে রংপুরের হয়ে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছেন রাব্বি। তাছাড়া ১২ রানে ৩ উইকেট পেয়েছেন হারমিত সিং। আর একটি উইকেট পেয়েছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান।
এক নজরে পেয়েন্ট তালিকাঃ ভিক্টোরিয়া রাজ্য তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। গায়না অ্যামাজান ওয়ারিয়র্স ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। লাহোর কালান্দার্স ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে আর রংপুর রাইডার্স তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চারে। হ্যাম্পশায়ার হকস তিন ম্যাচে এক জয়ে তিন ২ পয়েন্ট নিয়ে তলানিতে।