ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এর ফলে তিন ম্যাচের সিরিজের বর্তমান অবস্থা ১-১।
২০২৫ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনা ধরে রাখতে এ ম্যাচের জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। প্রথম ম্যাচে হারের ফলে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে গিয়েছিল। এ জয়ের ফলে সেই সম্ভাবনা আবার উজ্জ্বল হয়েছে। সিরিজের শেষ ম্যাচে জয় পেলেই সরাসরি বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৪৮.৫ ওভারে ১৮৪ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১২৪ রানে অল আউট হয়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা। ৬৮ রান করেন তিনি। সোবহানা মোস্তারি ২৩, স্বর্ণা আক্তার ২১, ফারজানা হক ১৮ ও মুর্শিদা খাতুন ১২ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন শেমাইনে ক্যাম্পবেলে। ২৮ রান করেন তিনি। বাংলাদেশের নাহিদা আক্তার তিনটি উইকেট নেন। এছাড়া ফাতিমা খাতুন, রাবেয়া খান ও মারুফা আক্তার দুটি করে উইকেট নেন।