সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শক্তিশালী শুরু করেও দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাট করতে নেমে ৮ ওভার পর্যন্ত সৌম্য সরকারের দ্রুতগতির ব্যাটিংয়ের কল্যাণে কোনো উইকেট না হারিয়েই ৫০ রান পার করে টাইগাররা। তবে এরপর মাত্র ৫ রানের ব্যবধানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
সৌম্য সরকার এবং তানজিদ তামিম ওপেনিং জুটিতে শুরুতে দৃঢ়তা আনলেও নবম ওভারে ওমরজাইয়ের বলে বোল্ড হন সৌম্য। ২৩ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারেই বিদায় নেন তানজিদ তামিমও। মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে দিয়ে ১৯ রানে আউট হন তিনি। একপ্রান্তে চাপে থাকা তামিমকে ঘিরে আফগান বোলারদের স্লিপে ক্যাচের সুযোগ দেওয়ার পরও রানের চাপে আরও বড় ইনিংস খেলতে পারেননি।
এরপর ব্যাটিংয়ে নেমে রানআউটের শিকার হন জাকির হাসান। মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরতে বাধ্য হন তিনি। ফলে ৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যস্ত অবস্থায় পড়ে বাংলাদেশ।
এরপর ১৪তম ওভারে রশিদ খান বোলিংয়ে এসে প্রথম বলেই ভয় দেখাতে শুরু করেন। চতুর্থ বলেই তার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হৃদয়, তিনি মাত্র ৭ রান করতে সক্ষম হন। ১৪.৪ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭২ রান।
মিরাজ ও মাহমুদউল্লাহ এখন ক্রিজে আছেন এবং দলের হাল ধরতে তাঁদের বড় ইনিংস খেলার প্রয়োজন। ম্যাচে সমতা ফেরানোর জন্য এই মুহূর্তে বাংলাদেশ দলের মিডল অর্ডারকে সাবলীল ব্যাটিং করতে হবে।