গল টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে তুলনামূলক সুবিধাজনক অবস্থায় ছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। ১২৭ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের হাতে ছিলো ৬ উইকেট। চতুর্থ দিনের শুরুতে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন নাইম হাসান ও হাসান মাহমুদ। তুলে নিয়েছেন যথাক্রমে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে।