দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথমবারের মতো ভারত নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয় করেছে। মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ভারত ২৯৮ রান করেছিল। জবাবে ২৪৬ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের ত্রয়োদশ আসরে এসে ভারত প্রথমবারের মতো শিরোপার দেখা পেল। এর আগে ২০১৭ বিশ্বকাপে তারা ফাইনালে উঠলেও শিরোপার দেখা পায়নি। তাদের সাফল্যে চোখের পানিতে দেশে ফিরতে হচ্ছে প্রোটিয়াদের। এবারই তারা প্রথমবার ফাইনালে উঠেছিল। এর আগে তিনবার সেমিফাইনাল খেললেও কখনো ফাইনালে ওঠা হয়নি।
অধিনায়ক ও ওপেনার লরা ফোলভার্ট চেষ্টা করেছিলেন দলকে সাফল্য এনে দিতে। সেঞ্চুরি করেছেন। কিন্তু কঠিন এই পথ পাড়ি দিতে সঙ্গী হিসেবে কাউকে পাননি। ফলে সেঞ্চুরির ব্যক্তিগত সাফল্য নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। ১০১ রান করেছেন মাত্র ৯৮ বলে। ক্রিজের অন্য প্রান্তে কিছুটা সফল ছিলেন আনেরিয়া ডার্কসেন। ৩৫ রান করেন তিনি।
ভারতের দীপ্তি শর্মা দক্ষিণ আফ্রিকার পথটা কঠিন করে দিয়েছিলেন। একাই শিকার করেছেন পাঁচ উইকেট। আর তাতেই দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের শক্তি হারিয়ে ফেলে।
এর আগে টস হেরে ভারত ব্যাটিংয়ে যায়। চমৎকার ব্যাটিং করেছেন দক্ষিণ আফ্রিকার প্রতিটি ব্যাটার। দুই ওপেনার তো প্রোটিয়া বোলারদের আত্মবিশ্বাস নড়বড়ে করে দিয়েছিলেন। শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা প্রথম উইকেটে ১০৪ রান করেন। শেফালির সংগ্রহ ছিল ৮৭ রান। মান্ধানা করেন ৪৫ রান। এছাড়া রান আউট হওয়ার আগে দীপ্তি শর্মা ৫৮ বলে ৫৮ রান করে দলকে বড় এক সংগ্রহ জমা করার পথে বড় ধরণের সহায়তা করেন। শেষ দিকে রিচা ঘোষের ছড় ২৪ বলে ৩৪ রান ভারতের সংগ্রহকে ২৯৮ রানে নিয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৯৮/৭ (শেফালি ৮৭, দীপ্তি ৫৮, স্মৃতি ৪৫, রিচা ৩৪, জেমাইমা ২৪; খাকা ৩/৫৮, ট্রাইঅন ১/৪৬, এমলাবা ১/৪৭, ডি ক্লার্ক ১/৫২)।
দক্ষিণ আফ্রিকা: ৪৫.৩ ওভারে ২৪৬ (ভলভার্ট ১০১, ডার্কসেন ৩৫, লুস ২৫, ব্রিটস ২৩; দীপ্তি ৫/৩৯, শেফালি ২/৩৬)।
ফল: ভারত ৫২ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ফাইনাল: শেফালি
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: দীপ্তি শর্মা
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















