আগের দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ইংল্যান্ড। পরপর টানা দুই বছর হার। তবে এবার ওয়েস্ট ইন্ডিজকে কোনো সুযোগই দিল না। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রথম সুযোগেই জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। গতকাল সিরিজের তৃতীয় ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০তে এগিয়ে তারা।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৪৫ রান করে। জবাবে ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ যে এ ম্যাচে ভালো করতে পারবে না তা ম্যাচের শুরুতেই পরিস্কার হয়ে গিয়েছিল। ইংলিশ বোলারদের দাপটে শুরুতে একের পর এক উইকেট হারায় তারা। অবস্থা এতটাই নাজুক হয়েছিল যে, মাত্র ৩৭ রানে তারা ৫ উইকেট হারিয়েছিল। শেষ পর্যন্ত রভম্যান পাওয়েল (৫৪) ও রোমারিও শেফার্ডের ৩০ রানের সুবাদে তারা কিছুটা বিপর্যয় এড়াতে সমর্থ হয়।
জবাবে ইংল্যান্ডের শুরুটা যে স্বস্তিদায়ক ছিল তা নয়। তারাও একের পর এক উইকেট হারিয়েছে। ইংল্যান্ড ৩৭ রানে ৩ উইকেট হারিয়েছিল। তবে উইল জ্যাকস (৩৭), স্যাম কুরান (৪১) ও লিয়াম লিভিংস্টোনের ৩৯ রানে তারা জয় তুলে নেয়।
ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৪ উইকেট পেলে দলকে জয় এনে দিতে পারেননি। ২২ রানে উইকেট পেয়েছিলেন তিনি।