শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে কয়েনভাগ্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। শনিবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
আগের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। পরে ম্যাচও অনায়াসে জিতেছিল তারা। কলম্বোতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৩০টায়। এ ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে।
টানা ব্যর্থতায় পরও স্কোয়াডে ফিরে প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি লিটন কুমার দাস। এবার দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হলো অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানকে। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে।
তাদের জায়গায় একাদশে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। ২০২৩ সালের এশিয়া কাপের পর এবারই প্রথম ওয়ানডে খেলতে নামছেন শামীম। লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনও করতে দেখা যেতে পারে তাকে।
এদিকে শ্রীলঙ্কা একাদশেও দুই পরিবর্তন সফরকারীদের মতো শ্রীলঙ্কার একাদশেও পরিবর্তন দুটি। আগের ম্যাচে স্পিনে বাংলাদেশকে কুপোকাত করা স্বাগতিকরা, এবার স্পিনে আরও বাড়িয়েছে শক্তি।
পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়াকের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। এছাড়া ইশান মালিঙ্গার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।