শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধীর গতির ব্যাটিং করা আফগানরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায়। দলের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ধীর গতির হলেও বাংলাদেশের বোলারদের কোন সুযোগ দেননি সেদিকুল্লাহ অটল ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন এই দুই ব্যাটার। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিনার রিশাদ হোসেন। অটল ২৩ রান করে আউট হলে দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে ফিরে যান ৩৮ রান করা ইব্রাহিম জাদরান। তাকে আউট করেন আরেক স্পিনার নাসুম আহমেদ।
ইব্রাহিম জাদরানের সর্বোচ্চ ৩৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাই ১৭ বলে ১৯ এবং মোহাম্মদ নবী ১২ বলে ২০ রান করেন।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। শরিফুল ইসলাম নিয়েছেন এক উইকেট। পেসার মুস্তাফিজুর রহমান চার ওভারে ৪০ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















