দ্বিতীয় টেস্টের একাদশে অ্যান্ডারসনের বদলি কে?

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট একাদশে একটি পরিবর্তন অনিবার্য ছিল। কারণ লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জেমস অ্যান্ডারসন। তাই দ্বিতীয় টেস্টের একাদশে এই কিংবদন্তির বদলে সুযোগ পাচ্ছেন মার্ক উড।

প্রথম টেস্ট একাদশে এই একটিই পরিবর্তন। মঙ্গলবার একাদশের তালিকা ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড।

অ্যান্ডারসনের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া উড এই মৌসুমে এখনো প্রথম-শ্রেণীর খেলা খেলতে পারেননি। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন এই পেসার।

Exit mobile version