১০১ রানে পিছিয়ে বাংলাদেশ

ঘরের মাঠে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে দিনের খেলা শেষে ২৭.১ ওভারে ৩ উইকেটে ১০১ রান তুলেছে স্বাগতিকরা। ফলে এই টেস্ট বাঁচাতে বাংলাদেশকে বাকি ৭ উইকেট নিয়ে উইকেটে টিকে থেকে বড় স্কোর গড়তে হবে।

তবে মিরপুরের উইকেটের যে চরিত্র তাতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এখনও তারা পিছিয়ে আছে অনেক। সেক্ষে ব্যাটাররা যদি দায়িত্ব নিয়ে ভালো কিছু করে তবেই সম্ভাব!

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের জবাবে কাইলে ভেরাইনের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। তাতে দক্ষিণ আফ্রিকা লিড পায় ২০২ রানে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংযে নেমে শুরুতেই দুই উইকেট হারায়।

সাদমান ইসলাম ১ ও মুমিনুল হক শুন্য রানে বিদায় নেন। তৃতীয় উইকেট জুটিতে শান্ত ও মাহমুদুল হাসান জয় বেশ ভালোই করছিলেন। কিন্তু দলীয় ৫৯ রানের মাথায় হঠাৎ ছন্দপতন। ব্যক্তিগত ২৩ রান করে মহারাজের বলে এলবিডাব্লিউর ফাঁদে শান্ত।
এরপর চতুর্থ উইকেট জুটিতে জয় ও মুশফিকুর রহিম বাংলাদেশকে আশা দেখাচ্ছেন।
জয় ৩৮ ও মুশফিক ৩১ রান নিয়ে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস ১০৬/১০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩০৮/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস, ১০১/৩
দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ১০১ রানে

Exit mobile version