মুলতান টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ব্যাটে ভালোই জবাব দিচ্ছে ইংল্যান্ড। দলীয় ৪ রানে সফরকারীদের ভারপ্রাপ্ত অধিনায়ক অলি পোপ ব্যক্তিগত শূন্য রানে আউট হলেও দিনের বাকিটা সময় আর কোন উইকেট হারায়নি তারা। এক উইকেটে ৯৬ রানে দিনের খেলা শেষ করায় এখনও পিছিয়ে ৪৬০ রানে। ওপেনার জ্যাক ক্রাউলি ৬৪ ও জো রুট ৩২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন।
চার উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান ক্রিকেট দল। সৌদ শাকিল ৩৫ ও নাসিম শাহ শূন্য রানে আবার ব্যাটিংয়ে নামেন। চার উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান ক্রিকেট দল। সৌদ শাকিল ৩৫ ও নাসিম শাহ শূন্য রানে আবার ব্যাটিংয়ে নামেন।
নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা নাসিম শাহ ক্যারিয়ার সেরা ব্যাটিং করে ৩৩ রানে আউট হন। মোহাম্মদ রিজওয়ান আউট হন শূন্য রান করে। পরে সৌদ শাকিলের সাথে জুটি গড়ে পাকিস্তানকে টেনে নিয়ে যান সালমান আঘা। শেষ পর্যন্ত ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। আর পাকিস্তানও পায় ৫৫৬ রানের বড় সংগ্রহ।
বড় লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ের শুরুতেই হোচট খায় ইংলিশরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহ এর শিকারে পরিণত হন ইংলিশদের ভারপ্রাপ্ত অধিনায়ক অলি পোপ। পরে অবশ্য আর কোন উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করে সফরকারীরা।