ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় ম্যাচে তারা ৬ উইকেটে জয় পেয়েছে। আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২৪৫ রানে সব উইকেট হারায়। জবাবে আয়ারল্যান্ড ৪৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ম্যাচে জিম্বাবুয়ে ৪৯ রানে জয় পেয়েছিল। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা। আগামী ১৮ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
হারারেতে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। মার্ক আদাইর ও কার্টিস ক্যামফেরের চমৎকার বোলিংয়ে স্বাগতিক দল নির্ধারিত বিরতিতে উইকেট হারায়। তার মাঝে ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজার চমৎকার ব্যাটিং জিম্বাবুয়েকে ব্যাটিং বিপর্যয় থেকে রক্ষা করেন। তারা চতুর্থ উইকেট জুটিতে ৭৪ রান জড়ো করেন। ওয়েসলে ৭০ বলে ৬১ রান করেন। সিকান্দার রাজা ৭৫ বলে ৫৮ রান করেন।
মার্ক আদাইর ৪ উইকেট শিকার করেন। কার্টিসের শিকার সংখ্যা ছিল তিনটি।
জবাবে পল স্টার্লিং এবং কার্টিস ক্যামফেরের চমৎকার ব্যাটিং আয়ারল্যান্ডকে জয় এনে দেন। দ্বিতীয় উইকেটে তারা ১৪৪ রানের জুটি গড়েন। পল স্টার্লিং ৮৯ রান করেন। কার্টিস করেন ৬৩ রান। শেষ দিকে লরকান টাকার ও জর্জ ডকরেলের ব্যাটিংয়ে আয়ারল্যান্ড জয় তুলে নেয়।
আয়ারল্যান্ডের এ জয়ে জিম্বাবুয়ের বোলারদের অবদান কম নয়। ২৩টি অতিরিক্ত রান দিয়েছে তারা। এর মধ্যে ১৫ রান এসেছে ওয়াইড বল থেকে। অর্থাৎ