নিজের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠতে পারেনি সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচে দল ৬ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতেছে। বারবাডোজ রয়্যালসের বিপক্ষে আজ টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ সাকিব, তবে তার দল অ্যান্টিগা ও বারবুডা ফালকন্স জয় তুলে নিয়েছে। রয়্যালসের বিপক্ষে অ্যান্টিগাকে ৬ উইকেটে জিতিয়েছেন করিমা গোর।
১৫২ রানের লক্ষ্যে খেলতে নামা অ্যান্টিনা ১২২ রানে চতুর্থ উইকেট হারায়। তখন ১৭ বলে দরকার ছিল ৩২ রান। ৪৬ রানে অপরাজিত থাকা গোর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওয়ানডাউনে নামা এই ব্যাটার শেষ পর্যন্ত ৫৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। অ্যান্টিগা লক্ষ্যে পৌঁছে যায় ২ বল বাকি রেখে। পঞ্চম উইকেটে ফ্যাবিয়ান অ্যালেন তাকে ১১ রান করে সঙ্গ দেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নামা অ্যান্টিগা ৫৭ রানে ২ উইকেট হারালে সাকিব ব্যাট করতে নেমেছিলেন। ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। আগের ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারের ব্যাট থেকে ১৬ বলে এসেছিল ১১ রান। সাকিব ব্যর্থ হন বল হাতেও। বারবাডোজের ১৫১ রান করার ইনিংসে এক ওভার বল করে ১৪ রান দেন সাকিব। এরপর আর বোলিং করেননি।
বারবাডোজ ১৫১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ডি কক ও রভম্যান পাওয়েলের ব্যাটে। ওপেনিংয়ে নেমে ডি কক ৪৫ বলে ৫৭ রান করে দিয়ে যাওয়ার পরও অল্প রানে আটকা পড়ার শঙ্কা তৈরি হয়েছিল তাদের। দলপতি পাওয়েল সেই শঙ্কা উড়িয়ে দেন। ২৪ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ৫টি ছয়ের মার।
বারবাডোজের তৃতীয় সর্বোচ্চ রান আসে কাদীম অ্যালেইনের ব্যাট থেকে। ২০ বলে ১৩ রান করেন তিনি। অ্যান্টিগার হয়ে ২টি করে উইকেট নেন জায়দেন সিলস ও ওবেদ ম্যাককয়। ইমাদ ওয়াসিম ও আল্লাহ গজনফর নেন একটি করে উইকেট।
