দ্য হান্ড্রেডের এবারের মৌসুমে পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম খেলবেন নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে। বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এই দলের মালিকানা—যা বর্তমানে ভারতের সান গ্রুপের হাতে। একই গ্রুপ আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন বহুদিন ধরে ক্রিকেটে প্রতিবন্ধকতা তৈরি করেছে। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে অনেকেই আশঙ্কা করেছিলেন, হয়তো দ্য হান্ড্রেডেও পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে বাধা আসবে।
তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রথম থেকেই বিষয়টি পরিষ্কার করে জানায় যে, “আমরা জানি অন্য জায়গায় এমন নিষেধাজ্ঞা আছে। কিন্তু এখানে সেটা ঘটবে না।”
মার্চে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে কোনো পাকিস্তানি ক্রিকেটার না থাকায় অনেকে মালিকানা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে বাস্তবতা ছিল অন্য। ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও চূড়ান্ত সময়ে কিছু খেলোয়াড়ের অনুপলব্ধতার কারণে তারা ছিলেন না।
সোমবার নর্দার্ন সুপারচার্জার্স দলে যুক্ত হন আমির ও ইমাদ। তারা দলে এসেছেন বেন ডওয়ারশুইস (পুরো মৌসুম) ও মিচেল স্যান্টনার (দুই ম্যাচ) এর স্থানে। এই পরিবর্তন নতুন আলোচনার জন্ম দিয়েছে যে, রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে এবার মাঠেই ফিরছে ক্রিকেটীয় সাম্যতা।
আগামী ১ অক্টোবর থেকে সান গ্রুপ আনুষ্ঠানিকভাবে দ্য হান্ড্রেডের মালিকানা বুঝে নেবে, আর তার আগেই দলে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি দিচ্ছে ভিন্ন বার্তা—খেলার মঞ্চে পরিচয় নয়, পারফরম্যান্সই মুখ্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















