সাম্প্রতিক সময়ে টানা ২৮ ম্যাচ পর ড্র দেখল টেস্ট ক্রিকেট। এর আগে সবশেষে টেস্টে সর্বশেষ ড্র ম্যাচ দেখা গেছে ২০২৩ সালের জুলাইয়ে। এই পোর্ট অব স্পেনেই সমতা নিয়ে মাঠ ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।
এক বছরের বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ড্র হওয়ার পেছেনে বড় কারণ অবশ্য আবহাওয়া। কারণ পাঁচ দিনে বৃষ্টির কারণে ১৪২ ওভারের খেলা নষ্ট হয়েছে।
বৈরী আবহাওয়ার পরও অবশ্য চতুর্থ দিন শেষে জয়ের সম্ভাবনা দেখছিল প্রোটিয়ারা। প্রথম ইনিংসে পাওয়া ১২৪ রানের লিডের সঙ্গে ওই দিনই বিনা উইকেটে ৩০ রান করেছিল তারা।
সংক্ষিপ্তে স্কোরৎ
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩৫৭/১০
দ্বিতীয় ইনিংসে ১৭৩/১০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩৩/১০
২০১/৫
ফলাফল ম্যাচ ড্র