ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কাকে আড়াইশর নিচে থামিয়ে দিয়েছে ইলিশরা। সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ে নেমে ২৩৬ রানে গুটিয়ে গেলে লঙ্কানরা। জবাবে শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান তুলেছে ইংল্যান্ড।
এদিন ব্যাটিংয়ে নেমে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে তখন চাপে শ্রীলঙ্কা। এরপর ধানাঞ্জয়া ডি সিলভা ও রাত্নায়েকের দারুণ ব্যাটিংয়ে লজ্জা থেকে বাঁচে দলটি। অভিষিক্ত মিলান রাত্নায়েকে যখন ক্রিজে আসেন তখন শ্রীলঙ্কার রান ৭ উইকেটে ১১৩ রান। চাপের মুখে নেমে প্রথমে ফিফটি করলেন ধানাঞ্জয়া।
রাত্নায়েকে পঞ্চাশ ছুঁয়ে উপহার দিলেন রেকর্ড গড়া ইনিংস। দুজন মিলে বিপর্যয় থেকে টেনে নিলেন দলকে। আর ছয় নম্বরে নেমে লঙ্কান অধিনায়ক ধানাঞ্জয়া খেলেন সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। তার ৮৪ বলের ইনিংস গড়া ৮টি চারে।
টেস্ট অভিষেকে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংস এটিই। আগের রেকর্ড ছিল ভারতের বালবিন্দর সিং সান্ধুর, ১৯৮৩ সালে হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ৭১ রান করেছিলেন তিনি। ২৮ বছর বয়সী রাত্নায়েকে মূলত পেসার।