ধোনীকে ধরে রাখা না রাখা নিয়ে বিপাকে চেন্নাই

আইপিএল ২০২৫

CHENNAI, INDIA - MAY 23: Mahendra Singh Dhoni of Chennai Super Kings walks onto the pitch to field during the IPL Qualifier match between Gujarat Titans and Chennai Super Kings at MA Chidambaram Stadium on May 23, 2023 in Chennai, India. (Photo by Pankaj Nangia/Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের আগামী মৌসুমে মহেন্দ্র সিং ধোনী খেলবেন কি না, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশ্য চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ কিংবা ধোনী সরাসরি এই অবস্থা তৈরি করেননি। আগের মৌসুমের কয়েকজন খেলোয়াড় ধরে রেখে পরের মৌসুমে নিলামে অংশ নিতে ফ্রাঞ্চাইজিগুলোকে আইপিএল কর্তৃপক্ষ যে নিয়ম বেধে দিয়েছে তাতেই এই জটিলতা তৈরি হয়েছে।

বিষয়টি আরও পরিষ্কার করে বললে, ২০২৫ আইপিএলের আগে হবে ‘মেগা নিলাম’। সেই নিলামের আগে চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। ধোনী যদি তিন বছরের জন্য খেলা চালিয়ে যেতে চান তাহলে ধোনীকে ধরে রাখার সিদ্ধান্ত নিবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। এখন বিষয়টি নির্ভর করছে ধোনীর ওপরই।

যদি এক বছর খেলে অবসর নেন সেইক্ষেত্রে ধোনীকে ধরে রাখলে একটি জায়গা নষ্ট হবে চেন্নাইয়ের। নতুবা ছেড়ে দিয়ে নতুন এক নিলাম থেকে কেনার পরিকল্পনা করতে হবে। সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে ২০২৩ আইপিএল শেষে ধোনীর অবসর নিয়ে গুঞ্জন উঠেছিলো। সেবার শিরোপা জিতে ধোনী জানিয়েছিলেন পরের মৌসুমেও অর্থাৎ ২০২৪ আসরে তিনি খেলবেন। কিন্তু এবার আর কিছু জানাননি ‘ক্যাপ্টেন কুল’।

অবশ্য এখনই এই বিষয়ে সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি জানিয়েছেন, ফ্রাঞ্চাইজিগুলোর সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের পরবর্তী সভার আগেই ধোনীর সাথে আলোচনায় বসে বিষয়টি চূড়ান্ত করবেন তিনি।

Exit mobile version