ধ্রুপদী দ্বৈরথে আবারো প্রতিবেশীর কাছে ধরাশায়ী পাকিস্তান

ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে যেই দুই দলের দ্বৈরথ ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। তাতে দর্শকদের আগ্রহও থাকে তুঙ্গে। রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় কারণে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের দ্বন্দ্ব প্রায়ই দেখা যায়। ভারত-পাকিস্তান দু’দেশের বৈরী সম্পর্কের মতো ২২ গজেও তার উত্তাপ। দ্বিপাক্ষিক সফর বন্ধ থাকায় পাক-ভারত লড়াই এখন আরও বেশি আকাঙ্ক্ষিত।

ভারত–পাকিস্তানের রোমাঞ্চকর লড়াইয়ের সর্বশেষ অধ্যায়টি রচিত হয়েছে গতকাল। বিশ্বকাপে বরাবরের মতো এবারও আগ্রহের কেন্দ্রে ছিলো পাক-ভারত মহারণ। ভিন্ন এক মহাদেশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়েছে দুই প্রতিবেশী দেশের ধ্রুপদী দ্বৈরথ।

আরো একবার হারের পুনরাবৃত্তি ঘটিয়ে যেখানে আবারো বিশ্বমঞ্চে ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। স্বল্প রানের শ্বাসরুদ্ধকর থ্রিলার ম্যাচে জয় তুলে নেয় ভারত। ১১৯ রান করে চির প্রতিদ্বন্দ্বীদের তারা থামিয়ে দেয় ১১৩ রানে। রুদ্ধশ্বাস ম্যাচে শেষের নাটকীয়তায় পাকিস্তানকে ৬ রানে হারায় তাঁরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান এই নিয়ে ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ১০ বার। পাকিস্তান ৩ বার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ এশিয়া কাপে পাকিস্তান হারিয়েছিল ভারতকে।

একটা সময় বিশ্বকাপ মানেই ছিলো ওয়ানডে। যখন হরহামেশাই জয়ের মুকুট মাথায় পরতো ভারত। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের আধিপত্য আরও একপেশে। এই নিয়ে আটবারের দেখায় ভারত জিতেছে ৭ বার। অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র একবার,২০২১ সালে সেই বিখ্যাত ১০ উইকেটের জয়।

Exit mobile version