আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফলে তার জায়গায় লঙ্কানদের নেতৃত্বে দেয়া হয়েছে চারিথ আসালাঙ্কাকে। ঘরের মাঠে আগামী ২৭ জুলাই থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তার জন্য লঙ্কানদের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
আগামী শনিবার থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলেতে। এই সিরিজের জন্য সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল গত সোমবার শ্রীলঙ্কায় পৌঁছেছে। টি-টোয়েন্টি সিরিজের পর ২ আগস্ট কলম্বোয় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলঃ চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহেশ থিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, দুষ্মান্ত চামিরা ও বিনুরা ফার্নান্দো।