দীর্ঘ ৯ বছর জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করার পর কোচিংয়ে মন দিতে বিসিবির চাকরি ছেড়েছিলেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। তবে কয়েক মাসের মধ্যেই এবার কোচ হয়ে বিসিবিতে ফিরলেন জাতীয় দলের সাবেক ওপেনার। সব কিছু ঠিক থাকলে এ মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন হান্নান।
সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ৪২ বছর বয়সী সাবেক ক্রিকেটার। তবে আগামী বছরের ঢাকা লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের ডাগআউটে দেখা যাবে হান্নানকে। কোচিংয়েই ক্যারিয়ার গড়ার এই লক্ষ্য থেকেই আবার বিসিবিতে যোগ দেওয়ার কথা বললেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন,‘নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল, কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়া, কোচিং দিয়ে দেশের ক্রিকেটে অবদান রাখা। সেই চিন্তা থেকে কোচিংয়ে এসে ঢাকা প্রিমিয়ার লিগ করলাম। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। তারপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি কারণ অন্য কোচরা ওখানে কাজ করছে। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে। আমিও চাচ্ছিলাম, যে কোনো একটা জায়গায় কাজ করে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখব।’
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান পরে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তবে বিসিবিতে তাকে দেখা গেছে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। টানা আট বছর বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করার পর গত ১ মার্চ জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেন হান্নান। এক বছর পূর্ণ হওয়ার পর তিনি ছেড়ে দেন নির্বাচকের চাকরি।