বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের নভেম্বর এবং ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের হোম সিরিজের সূচী ঘোষণা করেছে। সফরে বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে আইরিশরা।
আয়ারল্যান্ড ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। ঢাকায় এসেই তারা সিলেট চলে যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর থেকে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর থেকে। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজের সব ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে এটিই প্রথম প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। সাদা পোশাক অর্থাৎ ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে দু’দল এর আগে একবারই মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের এপ্রিলে। ঢাকার মিরপুরস্থ শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিলো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















