নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান” স্মরণে অনুষ্ঠিত হলো জমজমাট ‘সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট’। শনিবার সকাল ৯টায় নরসিংদী কালেক্টর মাঠ (জজকোর্ট)-এ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট অপরেশন্স কমিটির আহ্বায়ক জাহিদুল কবির ভূইয়া। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গোটা আয়োজনটি ছিল সুশৃঙ্খল, আকর্ষণীয় ও প্রাণবন্ত, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস আলী ভূইয়া, দিপক কুমার বর্বণ প্রিন্স, আওলাদ হোসেন মোল্লা, মাহমুদ হোসেন চৌধুরী সুমন, শরিফ আহমেদ, আলী হোসেন মুজাহিদ রুবেল, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, খবিরুল ইসলাম বাবুল।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং “জুলাই গণঅভ্যুত্থান”-এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনার আলো জ্বালিয়ে দেয়ার এক সফল প্রয়াস হিসেবেও বিবেচিত হয়েছে।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















