এনসিএল টি-টোয়েন্টিতে রোববার সিলেটে মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ। রোমাঞ্চকর এই লড়াইয়ে ঢাকা বিভাগকে ১৯ রানে হারিয়েছে নাঈম শেখের ঢাকা মেট্রো। এ যেন ঢাকার কাছেই ঢাকার হার।
সিলেটে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে নাঈম শেখের ঢাকা মেট্রো। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলে মেট্রোর দুই ওপেনার। ইমরানুজ্জামান ১৫ বলে ২০ রান করে বিদায় নিলেও আর এক ওপেনার অধিনায়ক নাঈম হাফসেঞ্চুরি করে বিদায় নেন। তিনি ৫৪ বলে ৮ বাউন্ডারি এক ছক্কায় ৬৯ রান করেন।
এছাড়া আনিসুল ইসলাম ১৩ বলে ২৩ ও শামসুর রহমান ২২ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৩ রান করে বিদায় নেন। পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনির ব্যাটে আসে ১১ বলে ১৮ রান। বল হাতে ঢাকার হয়ে সুমন খান ও নাজমুল ইসলাম অপু দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ঢাকা বিভাগ। অধিনায়ক সাইফ হাসান ১ রান করে বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রনি তালুকদার ও আরিফুল ইসলাম দারুণ ব্যাটিং করেন। রনি ১৯ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৩৯ রান করে বিদায় নেন। আরিফুল ইসলাম ৩১ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় ৪২ রান করে ফেরেন। আর আরাফাত সানীর ব্যাট থেকে আসে ২৯ রান।
তাদের বিদায়ের পর ঢাকার পক্ষে বাকিরা সুবিধা করতে পারেনি। এরপর কেবল তৈবুর রহমান ২১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান তোলে ঢাকা। বল হাতে ৪ ওভারে ৩৮ রান দিয়ে একাই চার উইকেট শিকার করেন আনিসুল ইসলাম। ব্যাট বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন আনিসুল ইসলাম।