নাটকীয় জয়ে চিটাগং কিংস ফাইনালে পৌঁছেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের কোয়ালিফায়ার টু ম্যাচে খুলনা টাইগার্সকে তারা ২ উইকেটে হারিয়েছে। এ জয়ে চিটাগং কিংস ফাইনাল খেলা নিশ্চিত করেছে। প্রথমে ব্যাট করে খুলনা ১৬৩ রান করেছিল। জবাবে চিটাগং কিংস শেষ বলে জয় তুলে নেয়।
খুলনার ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন মাাহিদুল ইসলাম ও শিমরন হেটমায়ের। শুরুতে বিপর্যয়ে পড়লেও এই দুই ব্যাটারের কৃতিত্বে খুলনা লড়াকু পুঁজি পেয়ে যায়। পঞ্চম উইকেটে ৭৩ রান করেন তারা। হেটমায়ের ৬৩ রান করেন মাত্র ৩৩ বলে। ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। আর মাহিদুল ৩২ বলে করেন ৪১ রান।
তাদের এ জুটির আগে খুলনা ৪২ রান করতে ৪ উইকেট হারিয়েছিল। মোহাম্মদ নাইম ১৯ রান করলেও অন্য তিন ব্যাটার ছিলেন ব্যর্থ।
জবাবে চিটাগং কিংসের শুরুটা ছিল দারুণ। দ্রুত দুই উইকেট হারালেও খাজা নাফে ও হুসেন তালাত অসাধারণ ব্যাটিং করেছেন। তৃতীয় উইকেটে তারা ৭০ রানের জুটি গড়েন। নাফে ৫৭ রান করেন, আর তালাত করেন ৪০ রান। কিন্তু দ্রুত কয়েকটা উইকেটের পতনে চিটাগাং আবার ব্যাকফুটে চলে যায়। এ অবস্থায় আরাফাত সানি ও আল ইসলাম অষ্টম উইকেটে একটা আশার আলো জ্বালান। তাদের ব্যাটিংয়ে জয়ও নিশ্চিত হয়।