নাটকীয় জয়ে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজ

নাটকীয় জয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময়ে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা সফরকারী পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে। আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভরে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ বলে চার মেরে জয় তুলে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ দ্বিতীয় ম্যাচ শেষে এখন ১-১। সিরিজের শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারকে রূপ নিয়েছে।

ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৮ রান দরকার ছিল। প্রথম পাঁচ বল ভালোভাবেই পার করেছিলেন শাহীন শাহ আফ্রিদি। পাঁচ বলে দিয়েছিলেন চার রান, উইকেট একটি। কিন্তু ষষ্ঠ বলটি এলেমেলো করে ফেলেন। করেন ওয়াইড বল। আর পরের বলে জ্যাসন হোল্ডার মাঠের বাইরে পাঠিয়ে দলকে জয় এনে দেন। ১০ বলে ১৬ রান করেন তিনি। এর আগে বল হাতে পাকিস্তানকে ধ্বংসস্তুপে পরিণত করতে চার উইকেট শিকার করেন। ফলে ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন তিনি।

তবে পাকিস্তানের সর্বনাশ হয়ে যায় আগের ওভারে। ১৯তম ওভারে বল হাতে পেয়েছিলেন হাসান আলী। রান দেওয়ার বেলায় যথেষ্ঠ উদারতা দেখান তিনি। নো বল, ওয়াইড বল, বাই রান, বাউন্ডারি, ওভার বাউন্ডারি কিছুই বাকি রাখেননি তিনি। ১৯তম ওয়েস্ট ইন্ডিজের জন্য সব কিছুই করেছেন তিনি। ফলে এক ওভারে তার খরচ হয়েছিল ১৬ রান। এই ওভারে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।

Exit mobile version