টানটান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে
পাকিস্তানে শুরু হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে স্বাগতিক দল। মঙ্গলবার রাতে সিরিজের প্রথম ম্যাচে টানটান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে হারিয়ে শেষ ওভারে নাটকীয় জয় পাকিস্তানের । প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। জবাবে পাকিস্তান ৪ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
পাকিস্তানের এ জয়ে নেতৃত্ব দিয়েছেন ফখর জামান, উসমান খান ও মোহাম্মদ নাওয়াজ। প্রথম দুইজন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। আর নাওয়াজ ব্যাটিং বোলিং উভয় বিভাগে দাপট দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন। একই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন।
পাকিস্তানের জয়টা মোটেও সহজ ছিল না। বিশেষ করে জিম্বাবুয়ের ব্যাটিংটা ছিল দারুণ। বিনা উইকেটে তারা আট ওভার শেষে স্কোর বোর্ডে ৭২ রান জমা করেছিল। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাসে মারুমানি দারুণ ব্যাটিং করছিলেন। এ জুটি বিচ্ছিন্ন হওয়ার পর জিম্বাবুয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়। ৩৭ রানে তাদের শেষ ৯ উইকেটের পতন হয়। ফলে একটা পর্যায়ে দুইশ রান হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তার দেড়শতে পৌঁছানোর আগে থেমে যেতে হয় তাদের। এই রানে টপকাতে পাকিস্তানকে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে।
জবাবে পাকিস্তানের অবস্থা শুরুতে বেশ নাজুক ছিল। রান তোলার হার ছিল যেমন খুবই কম, তেমনি ছিল উইকেট পতনের প্রতিযোগিতা। স্কোর বোর্ডে ৩০ রান হতেই তিন ব্যাটার বিদায় নেন। ষষ্ঠ ওভার শেষ হতেই মাত্র ৩০ রান বিদায় নেন এই তিন ব্যাটার। এক পর্যায়ে দশম ওভারে তাদের রান ছির ৪ উইকেট ৫৪ রান। সাহেব জাদা ফারহান (১৬), সায়েম আইয়ুব (২২), বাবর আজম (০) ও অধিনায়ক সালমান আগা (১) বিদায় নিতে পাকিস্তানের ওপর চাপটা বেড়ে যায়। তবে শেষ দিকে ফখর জামানের ৩২ বলে ৪৪, উসমান খানের ২৮ বলে ৩৭ এবং মোহাম্মদ নাওয়াজের ১২ বলে ২১ রান পাকিস্তানকে জয় এনে দেয়,অবশেষে নাটকীয় জয় পাকিস্তানের ।
এ ম্যাচটা জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার গ্রায়েম ক্রেমারের জন্য ছিল বিশেষ কিছু। সাত বছর এবং ১২২ ম্যাচ অনুপস্থিতির পর তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট শিকার তার।
