নামিবিয়াকে হারিয়ে বি গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড

স্কটল্যান্ডের জয় নিশ্চিত করার পর বেরিংটন ও গ্রিভসের উল্লাস।

বৃষ্টির কারণে ৪ জুন ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। উভয় দলই পেয়ছিলো এক পয়েন্ট করে। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে সহজেই হারিয়ে ‘বি-গ্রুপের’ শীর্ষে উঠল স্কটিশরা। দুই ম্যাচে তাদের সংগ্রহ তিন পয়েন্ট।

বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নামিবিয়া ‍নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায়। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ৩১ বলে ৫২, জেইন গ্রিন ২৭ বলে ২৮ ও নিকোলাস ডেভিন ১২ বলে ২০ রান করেন।

স্বটল্যান্ডের পক্ষে চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট তুলে নেন ব্রাড হুইল। চার ওভারে ১৬ রান দিয়ে দুই পেয়েছেন ব্রাড কুরি।

জবাবে স্কটিশ অধিনায়ক রিচে বেরিংটনের অপরাজিত ৪৭ (৩৫ বল) ও লিস্কের ১৭ বলে মারকুটে ৩৫ রানের ওপর ভর করে সহজ জয় তুলে নেয় স্কটল্যান্ড।

`বি-গ্রুপ’ থেকে দ্বিতীয় রাউন্ড বা সুপার এইটে খেলার পথে চ্যালেঞ্জের মুখে পড়বে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গ্রুপের শীর্ষে থাকা স্বটল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট। দুই পয়েন্ট নিয়ে তালিকার দুই ও তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া ও নামিবিয়া।

এক পয়েন্ট নিয়ে ইংল্যান্ড টেবিলের চারে। আর নামিবিয়ার সাথে প্রথম ম্যাচে টাই করে সুপার ওভারে হেরে যাওয়া ওমান দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে লড়াই করে হেরেছ।

Exit mobile version