নামিবিয়ার কাছে জিম্বাবুয়ের হার

টি-টোয়েন্টি

বিশ্ব ক্রিকেটে নাজুক অবস্থা জিম্বাবুয়ের। দলটি টি-টোয়েন্টি ক্রিকেটে নামিবিয়ার কাছে হেরে গেছে। তবে ঠিকই সিরিজ জিতেছে দলটি। তিন ম্যাচের সিরিজে নামিবিয়া শেষ ম্যাচে ২৮ রানে জয় পেলেও জিম্বাবুয়ে ২-১ ম্যাচে জয় পেয়েছে।

বৃহষ্পতিবার অনুষ্ঠিত ম্যাচে নামিবিয়া ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে। জবাবে জিম্বাবুয়ে ১৭৬ রানে অল আউট হয়।

প্রথমে ব্যাট হাতে নেমে অসাধারণ ব্যাটিং করেন নামিবিয়ার ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক। বিধ্বংসী ব্যাটিং করেন তিনি। ৩১ বলেন করেন ৭৭ রান। আটটি চারের পাশাপাশি ছয়টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। পাশাপাশি সপ্তম উইকেটে দারুণ একটা জুটি পায় তারা। ৫৩ রানের জুটি গড়েন রুবেন ট্রামপেলমান ও আলেক্সান্ডার বাসিং। ২৪ বলে রুবেন করেন ৪৬ রান। আর বাসিং করেন ১১ বলে ২০ রান।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৫ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।

জবাবে শীন উইলিয়ামস ৭৭ রান রান করলেও দলের হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। মূলত উইলিয়ামস ছাড়া আর কেউ জিম্বাবুয়ের পক্ষে তেমন একটা অবদান রাখতে পারেনি। তবে রায়ান বার্ল ৩২ রান করেন। নামবিয়ার স্মিট ৪ উইকেট শিকার করেন।

Exit mobile version