ছেলেদের পর বিপিএলের এক যুগের পর এবার শুরু হচ্ছে নারীদের বিপিএল। রোববার বিপিএলের নিলামে দ্রতই
নারীদের বিপিএলের ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকার একটি হোটেলে রোববার বিকেল সাড়ে চারটার পরপর শুরু হয় বিপিএল নিলামের আনুষ্ঠানিকতা। নিলামে বিসিবি সভাপতি তার স্বাগত বক্তব্যে জানান, মেয়েদের বিপিএলের পরিকল্পনার কথা। ‘আপনারা জেনে খুশি হবে, আমরা মেয়েদের বিপিএল শুরু করব অচিরেই। আপনারা যারা এখানে ফ্র্যাঞ্চাইজি আছেন, তাদেরকে আমরা সুযোগ দেব ছেলেদের পাশাপাশি মেয়েদের বিপিএলে যেন দল নিতে পারেন।’
মেয়েদের বিপিএল নিয়ে আশার বাণী অবশ্য আগেও নানা সময়ে শোনা গেছে। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান, সবশেষ সভাপতি ফারুক আহমেদও আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত প্রাথমিক কোনো পর্যায়ও শুরু হতে দেখা যায়নি।
বিপিএলে ড্রাফট পদ্ধতি থেকে এক যুগ পর আবার হতে যাচ্ছে নিলাম। সেটির পেছনের কারণ তুলে ধরলেন বিসিবি সভাপতি। মজার ছলে খানিকটা চ্যালেঞ্জেও তিনি দিলেন ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তিনি বলেন,‘এবার আমরা নিলাম পদ্ধতিতে ফিরেছি। এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা নিলাম করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে নিলামের মাধ্যমে সেরা ক্রিকেটাররা সেরা রিওয়ার্ড পাবে। ক্রিকেটার ও দলের পারফরম্যান্সে হাই পারফর্মিং আবহ গড়ে তুলতে চেয়েছি আমরা।’
এছাড়া তিনি বলেন,‘আপনাররা সবসময় লিপু ভাই, শান্তদের (জাতীয় নির্বাচক গাজী আশরাফ হোসেন ও হাসিবুল হোসেন) সমালোচনা করেথাকেন দল নির্বাচন নিয়ে। আজকে দেখব, আপনাদের দল নির্বাচন কেমন করেন…।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















