নারী ক্রিকেটে নতুন বিতর্ক: রুমানার অভিযোগে কাঠগড়ায় নিগার ও মঞ্জুরুল

জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে সরগরম বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সেই আগুনে এবার ঘি ঢেলেছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিয়ে করেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।

রুমানার দাবি, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন। তার ভাষায়,

“ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠেপড়ে লেগেছে। শেষ পর্যন্ত সেটা ও সফলও হয়েছে।”

রুমানা আরও বলেন, ম্যানেজমেন্ট তাকে পারফর্মার বললেও ‘আনফিট’ বলে দল থেকে ছাঁটাই করা হয়।

মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ এতদিন গোপন রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

“বিষয়টা এতদিন গোপন ছিল, সেটা কষ্ট দিয়েছে। আর উনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের।”

তবে জাহানারার সঙ্গে যা ঘটেছে, তা নিজে প্রত্যক্ষ করেননি বলেও স্পষ্ট করেন রুমানা।

বর্তমান দল গঠনের ধরন নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই অধিনায়ক। তার অভিযোগ, জ্যোতি মূলত জুনিয়র ও অনুগত খেলোয়াড়দের নিয়ে দল সাজান।

“যারা ওর কথা শোনে বা খেদমত করে, তারাই দলে সুযোগ পায়। অনেকে টিকে থাকার জন্য নিজেরাই এমনটা করে।”

রুমানার এমন মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে নারী ক্রিকেট দলের ভেতরের দ্বন্দ্ব ও অস্বচ্ছতা।

Exit mobile version