শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের জন্য নতুন করে আলো ছড়ালেন নাসুম আহমেদ। ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে নাজমুল হোসেনের হাতে, তবে মাঠের আসল নায়ক ছিলেন নাসুম, যিনি ব্যাটিং ও বোলিংয়ে অসামান্য পারফর্মেন্স দিয়ে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে আসেন।
শুরুতে ব্যাট হাতে দলের বিপর্যয়ের মুখে নাসুমের ২৫ বলে ২৫ রানের সাহসী ইনিংসটি বাংলাদেশকে সংগ্রহ এনে দেয় ২৫২ রানের লড়াকু পুঁজি। নাজমুল-মাহমুদউল্লাহ আউট হয়ে যাওয়ার পর নাসুম ও অভিষিক্ত জাকের আলীর ৪৬ রানের জুটি দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। তার ২টি ছক্কা ও ১টি চারে সাজানো ইনিংসটি যেন ছিল নিজের সমস্ত বাধাকে অতিক্রম করার এক প্রতিজ্ঞা।
এরপর বল হাতে আরও অসাধারণ পারফর্ম করেন তিনি। আফগানিস্তান ৭০ রান তুলে ফেললেও নাসুম আক্রমণে এসে প্রতিপক্ষের মূল ব্যাটসম্যানদের ফিরিয়ে দেন। ২৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে ধ্বংসস্তূপে পরিণত করেন তিনি। শেষ উইকেট হিসেবে আল্লাহ গজনফরকে বোল্ড করে যখন জয় নিশ্চিত করেন, তখন তার চোখে ছিল নিজের জায়গা ফিরে পাওয়ার তৃপ্তি।
একসময় জাতীয় দলে নিজের জায়গার জন্য সংগ্রাম করা, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়ার পরও হাল না ছেড়ে লড়াই করে যাওয়া নাসুম যেন এই ম্যাচেই নিজের আসল পরিচয়ে ফিরলেন। সবসময়ের ‘নীরব সৈনিক’ নাসুম অবশেষে মাঠে নিজের স্বপ্ন পূরণের সাক্ষ্য রাখলেন, যে স্বপ্নে শুধু কষ্টের গল্প ছিল না, ছিল বাংলাদেশের জন্য গৌরবময় এক মুহূর্ত এনে দেওয়ার স্বপ্ন।
