বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৮৬ রানের টার্গেট দিল রংপুর রাইডার্স। সোমবার মিরপুরে বাঁচা-মরার এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনার বিষাক্ত স্পিনে ৮৫ রানে গুটিয়ে যায় তারা। অবশ্য এদিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সোহানের দল। খুলনার দুই স্পিনার নাসুম আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিষাক্ত স্পিনে দলীয় ১৫ রানে ৫ উইকেট হারায় তারা।
একে একে বিদায় নেন সৌম্য সরকার শুন্য, জেমস ভিন্স ১,মেহেদী হাসান ১, সাইফ হাসান ৪ ও সাইফউদ্দিন ৪ রান করে বিদায় নেন। দলের বিপদে অধিনায়ক নুরুল হাসান সোহান হাল ধরার চেষ্টা করেন। কিন্তু এর মাঝেই উইকেটে ফিরে যান টিম ডেভিড ৭, আন্দ্রে রাসেল ৪ ও রকিবুল হাসান শুন্য রানে। এরপর দলীয় ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৫২ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করে বিদায় নেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
ফলে ৯ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্য়ে পড়ে দলটি। শেষ দিকে আকিভ জাভেদ নাহিদ রানাকে নিয়ে রংপুরকে এগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যায়। তিনি শেষ পর্যন্ত ১৮ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ৩২ রান করেন। কিন্তু দলীয় ৮৫ রানের মাথায় সতীর্থ রানা ৯ বলে শুন্য রান করে বিদায় নেন। ফলে ১৬.৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর।
বল হাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৪ ওভারে ১০ রানে নেন তিনটি উইকেট। এছাড়া নাসুম আহমেদ ৪ ওভারে ১৬ রান নিয়ে নেন তিনটি উইকেট।