আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে শুভসূচনা পেয়েছে নিউজিল্যান্ড। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা। ম্যাচের আগের দিন আজ রোববার সংবাদ সম্মেলনে আসেন দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার।
টাইগারদের স্কোয়াডে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকলেও অন্যদের প্রশংসা করলেন কিউই কাপ্তান। স্যান্টনার বলেন, ‘আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউল্লাহও কিছু ভালো ওভার করতে পারে।’
বাংলাদেশের ব্যাটিংয়ে ভারসাম্য নিয়ে তিনি বলেন,‘খুব ভালো ভারসাম্য আছে। ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে। জাকেরও অনেক কিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’
এছাড়া তিনি বলেন,‘ত্রিদেশীয় সিরিজে আমরা ভালো করেছি। ছেলেরা অভিজ্ঞতা অর্জন করেছে। পাকিস্তানের বিপক্ষে একেকদিন একেকজন দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যেত, এটা দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশ ভিন্ন একটি দল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব।’