ফের শিরোপার স্বপ্ন ভঙ্গ নিউজিল্যান্ডের। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে হারল কিউইরা। রোববার দুবাইয়ে হাইভোল্টেজ ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। এ জয়ের মধ্য দিয়ে এক বছরের কম সময়ে দু’টি আইসিসির বড় ট্রফি জিতলো ভারত।
নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এক ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ২৫৪ রান তোলে ভারত।
জবাব দিতে নেমে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। ব্যাটিং পাওয়ার প্লে বেশ ভালো ভাবেই কাজে লাগিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে তারা ১০৫ রান তোলে।
অবশেষে ইনিংসের ১৯ তম ওভারে মিচেল স্যান্টনারের বলে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে গিল সাজঘরে ফেরেন। তিনি ৩১ রান করে বিদায় নেন। গিলের বিদায়ের ২ বল পরেই আরেকটি ধাক্কা খায় ভারত। এবার এলবিডব্লিউ হয়ে ফেরেন বিরাট কোহলি ১ রানে। এরপর কিউইদের স্পিন চাপে রোহিত শর্মা ৭৬ রান করে রাচিন রবীন্দ্রর বলে দলীয় ১২২ রানের মাথায় বিদায় নেন। তার ৮৩ বলের ইনিংসে ৩ ছক্কা আর ৭ চার রয়েছে।
এরপর শ্রেয়াস আইয়ার চাপের মুহূর্তে অক্ষরের সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। এই জুটিই মূলত লড়াইয়ে এগিয়ে দিয়েছে ভারতকে। কারণ ৬২ বলে ৪৮ রান করে আইয়ার যখন ফেরেন তখন জয় থেকে কেবল ৬৯ রান দূরে ভারত। এরপর ৪০ বলে ২৯ রান করে অক্ষর প্যাটেল যখন ফেরেন। তখন ফের ম্যাচ জমে উঠে। কিন্তু হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলের দুর্দান্ত ফিনিশিংয়ে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় ভারত।
এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তোলে কিউইরা। এ দিন দারুণ শুরুর পর হঠাৎ ছন্দ পতন কিউইদের । দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়ে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে তারা উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র ৫৭ রান তোলে। কিন্তু এরপর ভারতের স্পিন আক্রমনের পরেই কিউইদের ছন্দ পতন। দলীয় ৭৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
ওপেনার উইল ইয়াং ১৫ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। এরপর ইনিংসের ১০ ওভারে দলীয় ৬৯ রানের মাথায় রাচিন ৩৭ রানে বোল্ড। এদিন ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে কুলদীপ যাদবের বলে মাত্র ১১ রান করে সহজ ক্যাচ তুলে দেন সেরা ব্যাটার কেন উইলিয়ামসন।
এরপর টম লাথামকে সঙ্গে নিয়ে ড্যারিল মিচেল দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ভালো শুরুর পর লাথাম মাত্র ১৪ রান করে জাদেজার বলে এলবিডাব্লিউ। ২৩.২ ওভারে চার উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ১০৮ রান। এরপর গ্লেন ফিলিপ্সের ব্যাট থেকে আসে ৩৪ রান।
তবে দলের বিপদে ড্যারিল মিচেলের সঙ্গে শক্ত জুটি গড়ে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন মাইকেল ব্রেসওয়েল। দুজনেই ফিফটি তুলে নেন। কিন্তু এরপর মার্চের তখন ব্যক্তিগত ৬৩ রান করে মোহাম্মদ সামির বলে ক্যাচ দিয়ে বিদায় নেন যখন নিউজিল্যান্ডের রান তখন ৪৫.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১। শেষ দিকে দলকে একাই এয়ে নেন মাইকেল ব্রেসওয়েল।
তিনি শেষ পর্যন্ত ৪০ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে তারা থামে ২৫১ রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৫১/৭
ভারত ৪৯ ওভারে ২৫৪/৬
ভারত ৪ উইকেটে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















