নিউজিল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

নারী বিশ্বকাপ ক্রিকেট

আগের ম্যাচেই ইংল্যান্ডের কাছে মাত্র ৬৯ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। পরের ম্যাচেই পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৬ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচে এটা প্রথম জয়, অন্যদিকে নিউজিল্যান্ডের দুই ম্যাচে দ্বিতীয় হার।

বল হতে ননকুলুলেকো এমলাবা এবং ব্যাট হাতে তাজমিন ব্রিটস ও সুনে লুয়েসের চমৎকার পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিয়েছে। ননকুলুলেকো একাই চার উইকেট নেন। আর সেঞ্চুরি করেন ব্রিটস।

প্রথমে ব্যাট হাতে নেমে নিউজিল্যান্ডকে ২৩১ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। কিউই অধিনায়ক সোফি ডিভাইন ৮৫ রানের দারুন একটা ইনিংস খেলেন। তার সঙ্গে ব্রুক হ্যালিডের ৪৫ রান ছিল উল্লেখযোগ্য। ৩৭ বলে তিনি এ রান করেন।

ননকুললেকোর ঘুর্ণিতে মূলত নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন গুড়িয়ে যায়। ৪০ রানে ৪ উইকেট নেন তিনি। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যঅয়। ম্যাচের নায়ক ছিলেন তাজমিনি ব্রিটস। ৯৬ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। ২০২৫ সালে এটা তার পঞ্চম সেঞ্চুরি। এক ক্রিকেট বর্ষে নারী ক্রিকেটে সর্বোচ্চ। ব্রিটসের সঙ্গে সুনে লুয়েস গড়েন ১৪৪ রানে জুটি গড়েন। লুয়েস শেষ পর্যন্ত ৮১ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড: ২৩১, ৪৭.৫ ওভার (ডিভাইন ৮৫, হ্যালিডে ৪৫; এমলাবা ৪/৪০)।
দক্ষিণ আফ্রিকা: ২৩২/৪, ৪০.৫ (ব্রিটস ১০১, লুয়েস ৮১*; মেলি কের ২/৬২)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী, প্লেয়ার অফ দ্য ম্যাচ: তাজমিন ব্রিটস।

Exit mobile version