নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চমক দেখিয়েছে নাইজেরিয়া। আফ্রিকার এ দেশটি জয়ের দেখা পেয়েছে। হারিয়েছে নিউজিল্যান্ডকে। বিশ্বকাপে নিজেদের প্রথম আসরের প্রথম ম্যাচে এমনই চমক উপহার দিয়েছে নাইজেরিয়া। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২ রানে জয় পেয়েছে তারা।
মূলত নাইজেরিয়ার এটা ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয় ম্যাচও বৃষ্টির কবলে পড়েছিল। তবে বাতিল হয়নি। ম্যাচের পরিধি ছোট হয়ে আসে। আর তা যেনো নাইজেরিয়ার জন্য আশীর্বাদ হয়ে আসে। ১৩ ওভারের খেলায় নাইজেরিয়া ৬ উইকেট হারিয়ে ৬৫ রান করে। অধিনায়ক পিয়েটি লাকি ১৯ এবং লিলিয়ান উদেহ ১৮ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। ওপেনার কেট আরউইন প্রথম বলে আউট হন। অন্য ওপেনার এমা ম্যাকলিয়ড বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তৃতীয় ওভারে আউট হন তিনি। মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারায় তারা।
জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ৯ রান। কিন্তু ৬ রান যোগাড় করতে পারে তারা।
এ জয়ের ফলে দ্বিতীয় ম্যাচ শেষে নাইজেরিয়া নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। নিউজল্যিান্ডের সংগ্রহ শূন্য।